কলকাতা : “তদন্তের উত্তাপ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোরগোড়ায় নিয়ে যাওয়া যেতে পারে”। শুক্রবার সিবিআই তদন্ত নিয়ে এই মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য।
অমিতবাবু এক্স-বার্তায় লিখেছেন, “আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট আখতার আলি সুপ্রিম কোর্টে আত্মপ্রকাশ করার পরে সিবিআই তদন্ত আরও বিস্তৃত হতে পারে। এতে দুর্নীতিতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা অন্তর্ভুক্ত করা যায়।
মনে রাখবেন, আখতার আলি পশ্চিমবঙ্গের ভিজিল্যান্সকে বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন, কিন্তু কোনওটি গ্রাহ্য করা হয়নি। কারণ সন্দীপ ঘোষ তাঁর হিতৈষী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা উপভোগ করেছিলেন।”
এই বার্তায় যুক্ত করা হয়েছে ভিজিল্যান্স কমিশনকে লেখা আখতার আলির একটি চিঠি।