প্রয়াগরাজ ও বগটুইয়ের ঘটনা এক নয়:সুকান্ত মজুমদার

দুটি ঘটনাই নৃশংস গণহত্যার হলেও উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার এবং বগটুইয়ের ঘটনার মোটিভ এক নয়, উত্তরপ্রদেশ সরকার দায়িত্ব নিয়ে সেখানকার দোষীদের আইনের সামনে আনবে বলে মেদিনীপুরে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার মেদিনীপুরে দলের বিশেষ সাংগঠনিক  বৈঠকে যোগ দিয়ে প্রয়াগরাজের ঘটনা প্রসঙ্গে  তিনি বলেন, উত্তর প্রদেশ সরকার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু সেখানকার ঘটনার সঙ্গে এই রাজ্যের বগটুই নৃশংস হত্যাকাণ্ডের পার্থক্য হল, সেখানকার ঘটনায় বিজেপির কারো নাম জড়ায়নি, আর জড়াবেও না। কিন্তু বগটুই কাণ্ডে কাদের নাম জড়িয়েছে এবং মূখ্যমন্ত্রী কাদেরকে গ্রেপ্তার করতে বলেছে তা সকলেই জানেনl সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, অনভিপ্রেত হলেও কখনো কখনো হিংসার ঘটনা ঘটে যায়। প্রশাসন হিংসাকে আটকানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনায় কোনো পলিটিকাল ইনভলবমেন্ট আছে কিনা সেটা দেখা জরুরি। বগটুইয়ের ঘটনায় পলিটিকাল মোটিভ ছিল, তাই সেটা অন্য ধরনের ঘটনা। এইসব ঘটনার ক্ষেত্রে জাতিগত কোনো সমস্যা থাকতে পারে, সেটা আমাদের দেশে আছেই, কেউ অস্বীকার তো করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =