দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি। আগামী ৩১ জানুয়ারি শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। অধিবেশনের দ্বিতীয় দিন বাজেট পেশ হবে। তারপর এক সপ্তাহ সেটা নিয়ে হবে আলোচনা।
অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের ন’দিন পরে, আগামী ৩১ জানুয়ারি শুরু হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের দ্বিতীয় দফায় সংসদের শেষ বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের ভোট অন অ্যাকাউন্ট (অন্তর্বর্তী বাজেট) পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বৃহস্পতিবার সরকারি সূত্রে এ খবর জানা গিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে জানানো হয়েছে। লোকসভা ভোটের বছর হওয়ায় এ বার পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে না। সাংবিধানিক রীতি মেনে অর্থমন্ত্রী লোকসভায় পেশ করবেন ভোট অন অ্যাকাউন্ট। লোকসভা ভোটের পরে নতুন সরকার লোকসভায় পেশ করবে পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব।
এখনও সংসদের দুই কক্ষ থেকে ১৪৬ জন সাংসদ সাসপেন্ড হয়ে আছেন। অধিবেশনের আগে তাঁদের সাসপেনশন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নাকি সেটাও দেখার। সূত্রের খবর, মহিলাদের নিয়ে একাধিক বড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মূলত মহিলা কৃষকদের রোজগার বাড়ানোর জন্য বড় ঘোষণা করা হতে পারে। এছাড়াও পেট্রল-ডিজেলের দাম কমানোরও একটা সম্ভাবনা রয়েছে।