উদ্ধার হয়নি দুই কিশোরের মৃতদেহ, জি টি রোড অবরোধ করল স্থানীয় বাসিন্দারা

আসানসোল :  বৃহস্পতিবার স্নান করতে গিয়ে পরিত্যক্ত পাথর খাদানে দুই কিশোরের ডুবে যায়। শুক্রবারও তাদের মৃতদেহ উদ্ধার না হওয়ায় আসানসোল জি টি রোডে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা আসানসোল জি টি রোড হটন রোড মোড়ে টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষন পথ অবরোধ করেন। তাদের দাবি, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এনডিআরএফ-এর কোন দল উদ্ধার কাজে হাত লাগায়নি। শুধু তাই নয়, উত্তেজিত জনতারা মন্ত্রী মলয় ঘটকের নামে ‘হায়-হায়’ শ্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার আসানসোল উত্তর থানার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই কিশোর। দুই কিশোরের নাম মোহাম্মদ বরকতুল্লাহ আনসারী ও মোহাম্মদ ফারহান। পথ অবরোধকারীদের সামলাতে আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশবাহিনী। প্রশাসনের পক্ষ থেকে এনডিআরএফ-এর দল উদ্ধার কাজে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। দীর্ঘ ২ ঘন্টা পর প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + one =