ঘূর্ণিঝড় দানা’র অবস্থান ও আগামী দু’ দিনের প্রভাব সম্পর্কে বিশদে জানাল আলিপুর আবহাওয়া দফতর

কলকাতা : হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে। পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের উপর জুড়ে রয়েছে। সুতরাং এ রাজ্যের পাশাপাশি ওডিশা প্রতিবেশী রাজ্যের জন্য ও রয়েছে একইরকম সতর্কতা।

বুধবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ হাবিবুর রহমান বিশ্বাস এ প্রসঙ্গে জানিয়েছেন, গভীর নিম্নচাপটি মঙ্গলবারের পর থেকে পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখে ১৮ কিমি গতিতে এগিয়ে চলেছে। গত ছয় ঘন্টাতে শক্তি বাড়িয়ে সেটি ঘূর্ণিঝড় – ‘দানা’, বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীভূত হয়েছে। ওডিশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিমি দক্ষিণ পূর্বে তার এই মুহূর্তে অবস্থান রয়েছে। ৬৩০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পূর্বে সাগর থেকে দূরে ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিমি দূরে দক্ষিণ ও দক্ষিণ পূর্বে রয়েছে।

সম্ভবত উত্তর পশ্চিমে অগ্রসর হবে ও অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ২৪ তারিখ সাতসকালেই আছড়ে পড়ার সম্ভাবনা। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের উপর দিয়ে পুরী ও সাগরদ্বীপ অতিক্রম করবে ও প্রভাব বিস্তার করবে। ২৫ তারিখ সকাল পর্যন্ত সক্রিয় থাকবে। ১০০ – ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং তা সর্বাধিক ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − twelve =