এপ্রিলে শুরু ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ১ মে পর্যন্ত

এপ্রিল মাসেই শুরু হবে সিনেপ্রেমীদের উৎসব। বিশিষ্ট কলাকুশীলবদের নিয়ে শুরু হবে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। এই ফেস্টিভ্যালের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এই খবর শেয়ার করে বলেন, এবার সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক নিয়েই উৎসব উদযাপন করা যাবে। টানা ৭ দিন চলবে এই চলচ্চিত্র উৎসব, ২৫ এপ্রিল শুরু হয়ে যা চলবে ১ মে পর্যন্ত। বিভিন্ন নামী প্রেক্ষাগৃহে দেখানো হবে একাধিক সিনেমা।

প্রসঙ্গত, ফিল্ম ফেস্টিভালে এ বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকীতে তাঁর বেশ কয়েকটি সিনেমা দিয়েই শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। ‘অরণ্যের দিনরাত্রি’ দিয়ে সূচনা হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের।‘সতরঞ্জ কে খিলাড়ি’, ‘পথের পাঁচালি’, ‘হীরক রাজার দেশে’-সহ একাধিক সিনেমা দেখানো হবে। এবছর মোট ৪১ টি দেশের ১৬০ টি সিনেমা দেখানো হবে সাতদিন ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =