এইবার ঠাকরে পরিবারে ইডি হামলা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শ্যালকের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) অভিযান চালাল। কেন্দ্রীয় সংস্থা ইডি একটি আর্থিক তছরুপের (Money Laundering) ঘটনায় এদিন অভিযান চালিয়েছে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান চালিয়ে তাঁর সম্পত্তির ৬.৪৫ কোটি টাকা বাজেয়াপ্তও করা হয়েছে।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই উদ্ধব ঠাকরের দল শিবসেনা কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছিল। শিবসেনা অভিযোগ করেছিল যে কেন্দ্রের সরকার বিরোধী শাসিত বাংলা এবং মহারাষ্ট্রকে নির্দিষ্ট করে লক্ষ্যবস্তু বানিয়েছে। সম্প্রতি উদ্ভব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে পরিচিত সহকর্মী এবং মহারাষ্ট্রের মন্ত্রী অনিল পরবের বাড়িতে আয়কর বিভাগের তরফে ধারাবাহিক অভিযান চালানো হয়। এরপরই এহেন মন্তব্য করা হয় শিবসেনার তরফে। বিরোধীরা বারবারই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে এসেছে যে, কেন্দ্রে ক্ষমতায় থাকার কারণে বিজেপি বরাবর কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করে।