বারাসত : উত্তর ২৪ পরগণার বারাসতে ধুন্ধুমার কাণ্ড, সাংসদের গাড়ি ঘিরে টেট প্রার্থীদের বিক্ষোভ। দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট প্রার্থীরা।
তৃণমূল সাংসদ সৌগত রায় ও তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের।
বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গিয়েছে বলে অভিযোগ। টেট পরীক্ষার্থীদের আন্দোলনের জেরে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে অবরুদ্ধ যশোর রোড।

