ফের রক্তাক্ত হল পাকিস্তান। মঙ্গলবার ভোরে জঙ্গি হামলায় পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ-বিমানঘাঁটি টুর্বুট। অতর্কিত এই হামলায় হামলাকারীদের সঙ্গে পাক সেনার গুলির লড়াই চলে। এই হামলায় অন্তত ৪টি হেলিকপ্টার ও ৩টি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে এবং অন্তত এক ডজন পাক সেনার মৃত্যু হয়েছে বলেও বিএলএ-র দাবি। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, বালুচিস্তান লিবারেশন আর্মি । একাধিক গাড়ি নিশানা করে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও জানানো হয়েছে। এই হামলায় অনেকে গুরুতর আহত হয়েছেন। তাঁদের টুর্বুট হাসপাতালে পাঠানো হয়েছে।
মূলত, বিমানঘাঁটিতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ। পাক সেনা সূত্রে খবর, বিমানঘাঁটিতে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বাধা দিতেই তারা হামলা চালায়। নিরাপত্তারক্ষীরাও পাল্টা জবাব দিয়েছে। গোলাগুলিতে ৪ জঙ্গি খতম হয়েছে এবং তাদের কাছ থেকে হ্যান্ড গ্রেনেড-সহ স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার হয়েছে। এরপরই হামলার দায় স্বীকার করে বিএলএ মাজিদ ব্রিগেড।