বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে মানিকচকে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের গুলিতে জখম ৩

মালদা : মালদার মানিকচকের বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার একাধিক জায়গায় চলছিল পথ অবরোধ। অভিযোগ, অবরোধ তুলতে গেলে এনায়েতপুরে পুলিশকে মারধর শুরু করেন বিক্ষোভকারীরা। ঘটনায় আক্রান্ত হয়েছেন আইসি–সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশের গুলিতে জখম হয়েছেন ৩ জন।

অবরোধকারী ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে জখমদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রণক্ষেত্র পরিস্থিতি মানিকচকে। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে, তা জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে নবান্ন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মানুষের প্রশাসনের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সেই অভিযোগে এদিন মানিকচকের একাধিক জায়গায় অবরোধ শুরু করেন তাঁরা। পুলিশ এনায়েতপুরে অবরোধ তুলতে গেলে অবরোধকারীরা হামলা করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন অবরোধীকারীদের একাংশ। নিজের আত্মরক্ষার্থে সামনে একটি বাড়িতে ঢুকে যায় পুলিশ। আক্রান্ত হন আইসি পার্থ সারথী হালদার, এএসআই সাত্তার হোসেন, সেকেন্ড অফিসার রাকেশ বিশ্বাস সহ বেশ কয়েকজন পুলিশকর্মী।

পুলিশকে বাধ্য হয়ে গুলি চালাতে হয়। অন্তত ১০ থেকে ১২ রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে। সেইসময় পুলিশের গুলিতে ৩ জন জখম হন। জখমদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গোটা এলাকা এখন ঘিরে রেখেছে পুলিশবাহিনী। ঘটনাস্থলে পৌঁছান ডিআইজি–সহ আরও বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =