রবীন্দ্র সরোবরে জলে ডুবে মৃত্যু কিশোরের

কলকাতা : রবিবার দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর লেকে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের।

মৃত কিশোরের নাম শিবনাথ সাউ (১৬) ওরফে শিবম। ঘটনায় আরও দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বালিগঞ্জ প্লেস এলাকার ওই তিন বন্ধু এদিন সকালে সরোবরে যায়। তারা সাঁতার জানে, সেই কথাই বলা হয়েছিল, এমনই দাবি নিরাপত্তারক্ষীদের। তিন বন্ধুই জলে নেমে পড়ে। তখনই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাতঃভ্রমণকারীদের কয়েকজন দেখেন, তিন বন্ধুই জলে তলিয়ে যাচ্ছে। সেই ঘটনা দেখে আতঙ্ক ছড়ায় উপস্থিত অন্যান্যদের মধ্যে।

সাঁতার কাটতে থাকা কয়েকজন দ্রুত সেখানে পৌঁছন। ওই তিন কিশোরকে উদ্ধারের চেষ্টা চলে। ততক্ষণে শিবনাথ সাউ তলিয়ে গিয়েছে।

তাদের পায়ের সঙ্গে শ্যাওলা জড়িয়ে গিয়েছিল বলে অনুমান। সেই কারণেই তিন বন্ধু তলিয়ে যেতে থাকে। শ্যাওলা সরিয়ে প্রথমে দুই বন্ধুকে উদ্ধার করা হয়। পরে পাওয়া যায় শিবনাথকে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিবনাথকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের চিকিৎসা চলছে বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 3 =