টিম শুভেন্দু অধিকারী হারাবে দিলীপ ঘোষকে : কীর্তি আজাদ

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: ‘আমার কাছে অনেক তথ্য আছে, ওর দলের লোকরাই ওকে হারাবে, বর্ধমান দুর্গাপুর আসনে টিম শুভেন্দু অধিকারী হারাবে দিলীপ ঘোষকে। আজ, শনিবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ।
টিম শুভেন্দু অধিকারী হারিয়ে দেবে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে, অনেক তথ্য আছে তার কাছে সব সময়মতো খুলবেন, আর সেটা বুঝতে পেরেই নাকি দিলীপ ঘোষ সাতসমুদ্র পাড় করে আন্দামান চলে গিয়েছেন। এদিন দুর্গাপুরের মেজর পার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়ে দলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পাশে নিয়ে এই বিস্ফোরক মন্তব্য বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী ক্রিকেটার কীর্তি আজাদ।
এদিন সকালে দুর্গাপুর মেজর পার্কে প্রাতর্ভ্রমণে বেরন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, কথা বলেন প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে, ফুটবল খেললেন পার্কে আসা খুদেদের সঙ্গে, তোলে ছবিও, সঙ্গে শোনেন এক প্রাতর্ভ্রমণকারীর গান। আর সেখানেই নিজের প্রতিপক্ষ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। যদিও বিষয়টিকে আমল দিতে রাজি হয়নি বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, যাকে প্রচারে গিয়ে দলের অন্দরের দ্বন্দে পালিয়ে গিয়ে মন্দিরে আশ্রয় নিতে হয় তাঁর মুখে দিলীপ ঘোষ বা বিজেপি সম্পর্কে কোনও কথা মানায় না।
রাজনৈতিক ব্যক্তিত্বদের দাবি, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের স্টাইলেই তিনি এদিন শুধু প্রাতর্ভ্রমণ করাই নয়, দিলীপবাবু যে ভাবে জনসংযোগ করেন, সে ভাবে কীর্তি আজাদও লোকজনের সঙ্গে জনসংযোগ করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + eight =