শিক্ষকদের চাকরি জীবনের শুরুতে গ্রামাঞ্চলে যাওয়ার কথা ব্রাত্যর মুখে

কলকাতা : “আমি মনে করি শিক্ষকদের চাকরি জীবনের শুরুতে গ্রামাঞ্চলে গিয়ে শিক্ষকতা করা উচিত!” মঙ্গলবার বিধানসভার আলোচনা পর্বে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

রাজ্যের সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের শূন্যপদের সংখ্যা ৫ হাজার ৬৩৫টি। এর মধ্যে অধিকাংশই গ্রামে। শিক্ষকের অভাবে বহু গ্রামের স্কুলে নিয়মিত পঠনপাঠন হয় না বলেও অভিযোগ। বিষয়টি এদিন উঠেছিল অধিবেশনে। সেখানে প্রশ্নের জবাব দিতে গিয়ে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই মন্তব্য করেন।

মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। যার জবাবে ব্রাত্যর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =