গোটা দেশে আলোড়ন ফেলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রির ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। বক্স অফিসে এই ছবি ১২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। গুজরাত, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে, কর্ণাটকে এই ছবিকে করমুক্ত বলে ঘোষণা করা হল। এই চার রাজ্যের মুখ্যমন্ত্রীরাই টুইট করে জানিয়েছেন, এই ছবি বেশিরভাগ মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত। আর সেই কারণেই করমুক্ত করা হয়েছে। এই চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের টুইট করে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ১৯৯০ সালে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি বানিয়েছেন বিবেক অগ্নিহোত্রী। অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী অভিনীত এই ছবির টিমকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন।
Movie #TheKashmirFiles is heart-wrenching narration of the pain, suffering, struggle, and trauma faced by Kashmiri Hindus in the 90s.
This needs to be watched by maximum people, hence we have decided to make it a tax-free in the state of Madhya Pradesh.
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) March 13, 2022