কলকাতা : “আসলে বাংলাদেশ আমারই উঠোনের ওপারে থাকা আর একটি ঘর, যেখানে ইতিহাস রেখে এসেছিলেন আমাদের পূর্বপুরুষ।” এবং, “ছেড়ে আসা বাড়ির উঠোনের গাছটার জন্য মন খারাপ করতেন যাঁরা, তাঁরা এমন করে মিথ্যে হয়ে গেলেন? ফিরে যাবোনা আর? সেই চেনা মাটির কাছে?”
বৃহস্পতিবার একটি দৈনিকে প্রকাশিত একটি লেখায় এই দুটি পৃথক পংক্তি চিহ্ণিত করে প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তোপ দাগলেন, “সেই চিরপরিচিত ন্যাকামি, পশ্চিমবঙ্গে উদ্বাস্তু বাঙালির সেই বাঁধভাঙা উচ্ছ্বাস। নেই শুধু আসল প্রশ্নটা: কেন ফেলে এলাম ? কেন চলে এলাম? কেন, কেন, কেন?
প্রশ্নটা নেই কারণ উত্তরটা জানা, শুধু বামপন্থী-গান্ধীবাদী নিয়মে বলতে মানা! মুসলমানের অত্যাচার, মুসলমানের নির্যাতন, তাই ফেলে এলাম।”
সঙ্গে এ দিন তথাগতবাবু একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে লেখা, “আমার পূর্বপুরুষের দেশ ব্রাহ্মণবাড়িয়া। বাঙালী মুসলমানরা আমাদের বর্ধিত পরিবারকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ভাববেন না আমরা এত সহজে ভুলে যাব। অধিকাংশ বাংলাদেশী মুসলমান মাত্র দুটি কাজের জন্য ভালো: সেখানে বিপুল সংখ্যক হিন্দুদের যন্ত্রণা দেওয়া; এবং সৌদি আরবে ল্যাট্রিন পরিষ্কার করা।”