কলকাতা : ‘মারোয়াড়িদের চটানো নিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “কালীঘাটের দেবী এবার টের পেয়েছেন যে সীমাহীন মুসলিম তোষণের ফলে পায়ের নীচের মাটি আস্তে আস্তে খসছে। সঙ্গে সন্দেশখালি আর জি কর আর ছাব্বিশ হাজারের চাকরি খাওয়া তো আছেই।
তাই চটিচাটাদের হুকুম দিয়েছেন, বিহারীদের পিছনে লাগ, প্রমাণ কর যে বিজেপি বাঙালিবিরোধী পার্টি। কিন্তু সাবধান, মারোয়াড়িরা যেন চটে না যায় – তাহলে টাকা বন্ধ হয়ে যাবে !”

