বিচারের আশায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ তামান্নার মায়ের

কলকাতা : বোমাবাজিতে মৃত্যুর হয়েছে মেয়ের । এখনও সুবিচার পায়নি কালীগঞ্জের ছোট্ট তামান্না। এবার বিচারের আশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করলেন তামান্নার মা সাবিনা। তাঁর অভিযোগ, বহুবার এসপির কাছে পিপি অর্থাৎ সরকারি আইনজীবী বদলের আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে সমস্যার কথা জানাতে চাইছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৩ জুন, কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশের দিন দুপুরে বোমাবাজিতে মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরের নাবালিকা তামান্না খাতুনের। স্বাভাবিকভাবেই এই ঘটনা তোলপাড় পড়ে যায়। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির জন্য পুলিশকে নির্দেশ দেন। পুলিশও দ্রুততার সঙ্গে পদক্ষেপ করে। ২৪ ঘণ্টার মধ্যেই বোমাবাজির ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানান তামান্নার মা তারপরও পেরিয়েছে বহুদিন। কিন্তু লাভ হয়নি। সেই অবসাদ কিছুদিন আগে আত্মহত্যার চেষ্টা করেন সাবিনা। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সুস্থ হতেই মেয়ের সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন সাবিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − fourteen =