রাত পোহালেই কালীপুজো। আলোর উত্সব। এই উত্সবের অঙ্গ হল বাজি পোড়ানো। শব্দবাজি একটি নির্দিষ্ট মাত্রার ওপর নিষিদ্ধ। এছাড়া রয়েছে আলোর বাজি। বাজি পোড়ানোর ব্যাপারে বাচ্চাদের উত্সাহ সবচেয়ে বেশি। কিন্তু বাজি ফাটানোর সময় সাবধান হতে হবে বাবা-মা ও বড়দের। বাচ্চাদেরও নিয়ম কানুন শেখাতে হবে। কী করবেন? বাজি ফাটানোর জায়গায় এক বালতি জল রাখুন। ব্যবস্থা […]