সুস্মিতা মণ্ডল ভাবুন তো একবার, যে দিকে তাকানো যায় শুধু সবুজ। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে সবুজ পাহাড়। সামনেই চা-বাগান। শেড ট্রিতে উড়ে বেড়াচ্ছে নানারকম পাখি। কলতানে ভরে যাচ্ছে চারপাশ। সবুজ উপত্যকার ঢাল বেয়ে নামছে মেঘের স্তূপ। সেই দৃশ্য আপনি দেখছেন বারান্দায় বসে। ভাবুন একবার, যদি আপনার ঝাঁ চকচকে, এসির হাওয়ায় ঠান্ডা কর্পোরেট অফিসের […]