ট্রমা। (Trauma)একটা ছোট্ট শব্দ। কিন্তু জীবনে তার অভিঘাত অনেক গভীর হতে পারে।মানসিক এই সমস্যার প্রভাব পড়তে পারে শারীরিকভাবেও।কীভাবে সম্ভব ট্রমার চিকিত্সা? তার আগে অবশ্য জানা দরকার ট্রমা কী, কেন হয়? ট্রমা-সাইকোলজিক্যাল ট্রমা হল কোনও বড় ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করার পর মনে তৈরি হওয়া প্রচণ্ড উদ্বেগ, ভয়।আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, ট্রমা হল বড় কোনও দুর্ঘটনা, ধর্ষণ, […]