আমি যদি দুষ্টুমি ক’রে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মা গো, ডালের ’পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো। তুমি ডাকো, ‘খোকা কোথায় ওরে।’ লুকোচুরি– রবীন্দ্রনাথ ঠাকুর মা শব্দটা ছোট, খুব সহজ। শিশুর কথা বলতে শিখলে প্রথমেই শেখে এই ডাক।এই শব্দের গভীরতা আর […]