জামাইষষ্ঠী মানেই জামাইকে আদর করে ভূরিভোজ করানো। জামাই স্বাস্থ্য সচেতন হোক বা না হোক, এ দিন ডায়েট ভুলে তাঁর কব্জি ডুবিয়ে খাবার দিন। আর শাশুড়ি মায়েরাও অপেক্ষায় থাকেন মনের সুখে রকমারি রেঁধে জামাইকে খাওয়ানোর। বাঙালির জামাইষষ্ঠী মাটন ছাড়া ভাবাই যায় না। কিন্তু রেসিপি! চির পরিচিত মাটন কষার বদলে এবার বরং জামাইয়ের পাতে দিন মাটন আকবরি। […]