প্রতিবছরের মতো এবছরও মল্লিক বাড়িতে সিদুঁর খেলায় মাতলেন অভিনেত্রী কোয়েল। এবছর কোয়েলের জন্য স্পেশ্যাল পুজো কারণ, তাঁর মেয়ের কাব্যর এটি প্রথম পুজো। এই পুজোতেই প্রথম মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন কোয়েল। অন্যদিকে, দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবে মাকে বরণ করে সিঁদুর খেললেন অপরাজিতা আঢ্য। মাকে বরণ করতে আরবানার পুজোমণ্ডপে পৌঁছন রাজ-শুভশ্রী। লাল টুকটুকে শাড়ি আটপৌড়ে স্টাইলে পরে […]

