Tag Archives: Kashmir encounter

অনন্তনাগে জঙ্গি নিকেশে জারি সেনা অভিযান, জঙ্গলে উদ্ধার দেহ

অনন্তনাগ, ১৮ সেপ্টেম্বর: সোমবার ছ’দিন। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এখনও চলছে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার লড়াই। সেনাসূত্রে খবর, জঙ্গল থেকে এক জঙ্গির দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। আরও এক সেনা জওয়ানের দেহের সন্ধান মিলেছে। সোমবার সকাল থেকে কাশ্মীরের অনন্তনাগে তল্লাশি অভিযান শুরু করে সেনা। সূত্রের খবর, ড্রোনের মাধ্যমে জঙ্গলে এক জঙ্গি ও এক জওয়ানের দেহ […]