Tag Archives: Kartik Aaryan

শুটিং শেষ কার্তিক ও শ্রীলীলা অভিনীত সিনেমার, কবে মুক্তি?

প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন কার্তিক আরিয়ান (Kartik Aryaan) ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলালা (Sreeleel) । অনুরাগ বাসুর সঙ্গে দু’জনের এটি প্রথম সিনেমা। সিনেমা অনুরাগীরা বহু দিন ধরেই এই সিনেমার মুক্তির অপেক্ষাতেও রয়েছেন। সূত্রের খবর, সিনেমায় কার্তিক লুক দেখে মনে হয়েছিল ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজিতে জুটি বাঁধলেন কার্তিক ও শ্রীলীলা। কিন্তু সম্প্রতি, সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডিরেকটর জানালেন, […]