প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন কার্তিক আরিয়ান (Kartik Aryaan) ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলালা (Sreeleel) । অনুরাগ বাসুর সঙ্গে দু’জনের এটি প্রথম সিনেমা। সিনেমা অনুরাগীরা বহু দিন ধরেই এই সিনেমার মুক্তির অপেক্ষাতেও রয়েছেন। সূত্রের খবর, সিনেমায় কার্তিক লুক দেখে মনে হয়েছিল ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজিতে জুটি বাঁধলেন কার্তিক ও শ্রীলীলা। কিন্তু সম্প্রতি, সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডিরেকটর জানালেন, এটি আশিকি’র ফ্র্যাঞ্চাইজি নয়। সিনেমার নাম ‘তু মেরি জি¨েগি হ্যায়’ (Tu Meri Zindagi Hai)।
শোনা যাচেছ, আগামী বছরের মে মাসেই থিয়েটারে মুক্তি পাবে এই সিনেমা। যেদিন এই সিনেমার লুক প্রকাশ্যে আসে, দর্শকরা ভেবেছিলেন ‘আশিকি ৩’ এ এবার দেখা যাবে কার্তিককে। কিন্তু, অনুরাগ বাসুর তৈরি এই সিনেমার নাম ‘তু মেরি জি¨েগি হ্যায়’। একটি সফট রোমান্টিক সিনেমা। সিনেমার বেশ কিছুটা অংশ সিকিম, দার্জিলিংয়ে শুট করা হয়েছে।
যদিও মনে করা হয়েছিল বড়দিনের ছুটিতে মুক্তি পাবে ‘তু মেরি জি¨েগি হ্যায়’। কিন্তু যশরাজ ব্যানারের সিনেমা ‘আলফা’র মুক্তি সেই সময় হওয়ায় সিদ্ধান্ত বদল করেন ডিরেক্টর।

