Tag Archives: Karnaprayag

জোশীমঠের পর এ বার কর্ণপ্রয়াগ, প্রায় ৫০টি বাড়িতে ফাটল

জোশীমঠের আতঙ্কের পরিবেশের মধ্যে এ বার উত্তরাখণ্ডের চামোলি জেলারই আর এক প্রান্ত কর্ণপ্রয়াগে ফাটল ঘিরে উদ্বেগ ছড়াল। প্রায় ৫০টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। ছোটখাটো ধসও নেমেছে কোথাও কোথাও। মঙ্গলবার এই খবর প্রকাশ্যে এসেছে। কর্ণপ্রয়াগের বহুগুণা নগর এলাকায় ফাটল দেখা গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সরকারের কাছে সাহায্য চেয়েছে স্থানীয় […]