নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: বিভিন্ন ধরনের ধানের পাশাপাশি এই জেলায় খাস ধানেরও চাষ হয়। এর পোশাকি নাম গোবিন্দভোগ। আর এই ধানের বৈশিষ্ট্যই হল, এটির গন্ধ। বর্তমানে এই অপূর্ব গন্ধযুক্ত ধানের চাল বাঙালি সমাজের প্রায় প্রতিটি বাড়িতেই থাকে। আর এতেই লাভবান হন গোবি¨ভোগ চাল উৎপাদনকারী চাষিরা। কিন্তু সেই আশায় এবার জল ঢেলে দিয়েছে শোষক পোকা। শোষক […]