চারপাশ সবুজ। চাষজমি। বড়বড় গাছ। তারই মধ্যে ১১৫ ফুট উঁচু পাথরের মন্দির। মধ্যপ্রদেশের মোরেনা জেলার সিহোনিয়া শহরে অবস্থিত এই মন্দিরটির নাম হল কাকনমঠ মন্দির। সিহোনিয়া থেকে প্রায় দুই কিমি দূরে অবস্থিত সুপ্রাচীন এই মন্দিরের স্থাপত্য আজও বিস্ময়কর।মন্দির ঘিরে রয়েছে নানা প্রশ্ন। না কোনও চুন, সুড়কি না কোনও বাঁধনের উপাদান। শুধু পাথরের ওপর পাথর বসিয়ে, বিশাল […]