মা উড়ালপুলের পর বিশেষ নজরদারি বাড়াতে চাইছে লালবাজার। আর সেই কারণে লালবাজারের তরফ থেকে মোতায়েন করা হল ১০ পুলিশ কর্মীকেও। যার জন্য তৈরি করা হয়েছে ৬টি কিয়স্ক। সেখান থেকে ট্রাফিক পুলিশ কর্মীরা দিনের ব্যস্ত সময়ে নজরদারি চালাবেন যানবাহনের উপরে। কারণ, কলকাতার বহু মানুষের যাতায়াতের ভরসা এই মা ফ্ল্যাইওভার। বাইপাস-কলকাতা সংযোগকারী এই উড়ালপুল দিয়ে নিত্যদিন অসংখ্যা […]

