নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া জেলার প্রাগৈতিহাসিক ভূখণ্ড শুশুনিয়া পাহাড়। আর এই পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল শুশুনিয়ার বিখ্যাত পাথর শিল্প। যার কারুকার্য ছিল দেখার মতো, কিন্তু পাথর শিল্পের জন্য দরকারি কাঁচামাল বা পাথর আসত খোদ শুশুনিয়া পাহাড় থেকে। পাহাড় কেটে নামানো হত পাথর, তখনই আশঙ্কা দেখা দিয়েছিল পাহাড়ের একাংশ ধসে পড়ার। তারপরই ছাতনা বন দপ্তরের […]