নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া জেলার মন্দিরনগরী বিষ্ণুপুর মানেই অলিতে গলিতে ইতিহাসের ছোঁয়া। ইতিহাস যেন সত্যিই ফিসফিস করে কথা বলে এই শহরের প্রত্যেকটা মহল্লায়। বিষ্ণুপুর লাল মাটির বাঁকুড়া জেলায় অবস্থিত এমন এক নগর যেখানে স্থাপত্য, ভাস্কর্য, শাস্ত্রীয় সংগীত এবং পাশ্চাত্যের এক অপরূপ মেলবন্ধন লক্ষ্য করা যায়। একটা সময় এই নগরে দাপিয়ে বেড়িয়েছিলেন মল্ল রাজারা, তাঁদেরই ফেলে […]