Tag Archives: due to western monsoon

পৌষ এলেও পশ্চিমী ঝঞ্জার জেরে উধাও শীত, বাড়বে তাপমাত্রা

পৌষ এসে গেছে। এদিকে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে কপালে ভাঁজ শীতপ্রেমী বাঙালির। বড়দিনের আগেই কার্যত কুপোকাত শীত। অনেকটাই বেড়ে গেল রাতের তাপমাত্রা। আজ, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বোঝাই যাচ্ছে, একধাক্কায় ঠিক কতটা তাপমাত্রার তফাৎ হয়েছে। ১৪ থেকে ১৫ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে জেলার তাপমাত্রাও। হঠাৎ শীতের এই উধাও […]