দুর্গোৎসব, দীপাবলির পর শুরু হল ছট পুজো। সূর্য্য পুজোর মাধ্যমে কঠিন ব্রত পালন করার প্রচলন আছে বিহার ও উত্তর প্রদেশের মানুষের মধ্যে। বাংলাতেও বসবাসকারী বিহার ও উত্তরপ্রদেশের মানুষজন নিয়ম মেনেই ছট পুজো করেন। বাংলায় যেমন দুর্গাপুজোয় মাতেন সমস্ত ধর্ম, সম্প্রদায়ের মানুষজন। তেমনই ছটপুজো ঘিরেও সম্প্রীতির তেমন নজির দেখা যায় বাংলায়।বর্তমানে আরও বেশি করে ছট পুজোয় […]