খাঁচা সোনার হোক বা লোহার। বন্দি জীবন কখনও সুখের হয় না। হয় না আনন্দের।জীবনে স্বাধীনতার গুরুত্ব অপরিসীম।স্বাধীনতার মাধ্যমেই পাওয়া যেতে পারে প্রকৃত শান্তি। বিশিষ্ট বাঙালী চিত্রশিল্পী স্বাতী ঘোষের আঁকা ‘স্বাধীনতা ও শান্তি’-র থিমে সাদা পায়রার ছবি নজর কেড়েছে সকলের। বালিগঞ্জের বাসিন্দা স্বাতী ঘোষের ছবি বহুবার বিদেশের মাটিতে সমাদৃত হয়েছে। এবার ইতালির মিলানের গ্যালারিতে স্বাতী ঘোষের […]