চন্দ্রালোকে শ্বেতশুভ্র পাহাড় চূড়া, কিম্বা জ্যোত্স্নায় ভেসে যাওয়া জঙ্গল। চাঁদ, চাঁদের আলো বরবারই কবির কবিতা, প্রেমিকের উক্তিতে স্থান পেয়েছে। চাঁদ নিয়ে হয়েছে গবেষণাও। কথায় আছে আকাশের চাঁদ, যা শুধু দেখাই যায়। জ্যোত্স্না মায়াময় পরিবেশ তৈরি করে। তবে চাঁদকে কি ধরা ছোঁওয়া যায়। হ্যাঁ, বিজ্ঞান এগিয়েছে। চাঁদের বুকে পাও রেখেছে পৃথিবীবাসী। কিন্তু সে তো আর সাধারণ […]