পানাগড় স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

কলকাতা : “পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে জলের তলায় স্বাস্থ্য পরিষেবা। এটাই কি রাজ্যের বিশ্বমানের পরিষেবার মডেল?” মঙ্গলবার ছবি-সহ সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “দেখুন,পানাগড় স্বাস্থ্যকেন্দ্রের ভয়াবহ অবস্থা, যেখানে রোগী সমেত গোটা ওয়ার্ডই ভাসছে নোংরা জলে। এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে চিকিৎসা, যেখানে আরোগ্য লাভের বদলে জীবাণু সংক্রমণের ঝুঁকিই পদে পদে। স্বাস্থ্যকর্মীরা বাধ্য হচ্ছেন এই নোংরা জলের মধ্যে দাঁড়িয়েই রোগীদের পরিষেবা দিতে, যা তাঁদের নিজেদের স্বাস্থ্যের জন্যও বিপজ্জনক।

তৃণমূল সরকারের লাগাতার দুর্নীতি ও চূড়ান্ত অবহেলায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আজ ভেঙে পড়েছে। সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবাটুকু থেকেও বঞ্চিত। যেখানে কোটি কোটি টাকা স্বাস্থ্যখাতে খরচের কথা বলা হয়, সেখানে পানাগড়ের এই ছবি সরকারের সমস্ত দাবিকে মিথ্যে প্রমাণ করে দিচ্ছে। এই লজ্জা রাখার জায়গা কোথায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 5 =