কলকাতা : কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে ফেলার অভিযোগে সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ চলাকালীন সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের ‘জল জীবন মিশন’ প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে রাজ্যপালের বক্তৃতায়। ওই প্রকল্পকে ‘জলস্বপ্ন’ বলে দেখানো হয়েছে। রাজ্যপাল ভাষণের সেই অংশ পাঠ করতেই প্রতিবাদ করে ওঠেন শুভেন্দুবাবু। ভাষণের মাঝেই তিনি জানান, রাজ্য সরকার ইচ্ছাকৃত ভাবে প্রকল্পের নাম বদলে দিয়েছে। এর আগেও তারা এই কাজ করেছিল।
শুভেন্দুবাবু জানান, এর আগে প্রকল্পের নাম বদল নিয়ে কথা উঠলে কেন্দ্রের কাছে ভুল স্বীকার করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই সময়ে জল প্রকল্পে কেন্দ্র টাকা বরাদ্দ করে দিয়েছিল। কিন্তু রাজ্যপালের ভাষণে আবার একই কাজ করায় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকে অভিযোগ জানাবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাটিলকে ইমেলও করেছেন বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, প্রকল্পের নাম সংশোধন না-করলে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়া হোক।
এর আগে বিরোধী দলনেতা দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকার বিরোধী ভাষণ পাঠ করবেন না বলে রাজ্যের পাঠানো বক্তৃতা ফেরত পাঠিয়েছিলেন রাজ্যপাল। পরে তা সংশোধন করলে ভাষণ পাঠে তিনি রাজি হয়েছেন।
তবে রাজভবনের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। রাজভবন জানায়, বিতর্কিত কোনও বিষয়ে তারা মন্তব্যই করবে না। রাজ্য সরকার যে ভাষণ পাঠিয়েছে, রাজ্যপাল সেটাই পাঠ করেছেন। সোমবার তাঁর ভাষণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনও ‘কঠোর’ মন্তব্য ছিল না বটে। তবে কেন্দ্রের টাকা যে বাংলা পাচ্ছে না, তার উল্লেখ রাজ্যপালের ভাষণে রয়েছে।