পূর্ব মেদিনীপুর : রবিবার স্থানীয় রানিচক সমবায় সমিতির নির্বাচন ছিল। অভিযোগ, সেই নির্বাচনের আগে শনিবার রাতে গ্রামে ঢুকে তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করে। সোমবার আক্রান্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি দলীয় কর্মীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আইনি সহায়তার আশ্বাস দেন।
এছাড়াও নিজের বিধানসভা এলাকার সমস্ত হিন্দুদের বাড়িতে শাঁখ বিতরণ করবেন বলে সোমবার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
এ দিন তিনি এ-ও বলেন, সমস্ত হিন্দুর বাড়িতে মাইক বাঁধা হবে। যাতে কোথাও হিন্দু ভাইবোন অত্যাচারিত হলে বাকিরা ঐক্যবদ্ধ হতে পারে। এ দিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-২ ব্লকের সাতেঙ্গাবাড়ি গ্রামে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে এই প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু।

