বাংলাদেশ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, নন্দীগ্রামে বাজপেয়ি জন্মদিনে রাজনৈতিক আক্রমণ তীব্র

নন্দীগ্রাম : বৃহস্পতিবার নন্দীগ্রামে অটল বিহারী বাজপেয়ির জন্মদিন ও তুলসী পূজন দিবস পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচি থেকে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার ও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একাধিক কড়া মন্তব্য করেন।শুভেন্দু অধিকারী বলেন, আগামী এপ্রিল মাসে রাজ্যে সুশাসন আসবে। তাঁর দাবি, ২০১১ সালে পরিবর্তন এলেও প্রকৃত পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনের ফলে সুফিয়ান ও শাহাবুদ্দিনের মতো লোকেদের বাড়ি হয়েছে, কিন্তু গরিব মানুষ গরিবই থেকে গিয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্যের কোনও পরিবর্তন হয়নি।বাংলাদেশ প্রসঙ্গে বিরোধী দলনেতা আরও তীব্র ভাষায় আক্রমণ করেন।

তিনি দাবি করেন, সেখানে প্রকৃত কোনও সরকার নেই এবং কয়েকজন “ইতর উন্মাদের” হাতে দেশটি চলছে। তাঁর বক্তব্যে উঠে আসে, “এদের শিক্ষা দিতে গেলে আরেকটা ’৭১ দরকার” এবং অপারেশন সিঁদুরের মতো এদিক থেকে কয়েকটি ড্রোন পাঠানোর কথাও তিনি উল্লেখ করেন।এছাড়াও অনিকেত মাহাতো সংক্রান্ত প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকা সত্ত্বেও তাঁকে নিয়োগ করা হচ্ছে না, যা প্রমাণ করে এই সরকার আদালতের নির্দেশও মানে না।

নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ আগেই বুঝে গিয়েছিল কাদের হাতে ক্ষমতা গেলে কী হবে, তাই একজন সাধারণ মানুষকেই জয়ী করেছিল। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 16 =