‘পথশ্রী’ প্রকল্প নিয়ে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের ‘পথশ্রী’ প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একটি সংশ্লিষ্ট তালিকা যুক্ত করে বৃহস্পতিবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “’ঢপশ্রী’ প্রকল্পের টেন্ডার এর বাস্তবতা জানান দিচ্ছে যে এই রাজ্য সরকারের ওপর মানুষ আস্থা হারিয়েছে।

আজ কৃষ্ণনগরের মঞ্চ থেকে মাননীয়া যতোই হম্বি-তম্বি করুন না কেনো, পথশ্রী প্রকল্পে ২০ হাজার কিলোমিটার রাস্তা দূর অস্ত, এই মেয়াদ উত্তীর্ণ সরকারের বিদায় বেলায় সিংহভাগ ঠিকাদার বন্ধুরা ২ কিলোমিটার রাস্তা বানাতেও রাজি হচ্ছেন না !”

প্রসঙ্গত, গ্রামীণ বাংলা ও শহরাঞ্চলে পরিকাঠামো উন্নয়নে রাজ্যের দু’টি ফ্ল্যাগশিপ প্রকল্প— ‘পথশ্রী’ এবং ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর কাজে আরও গতি আনতে সম্পূর্ণ পৃথক ও নতুন ই-টেন্ডার পোর্টাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =