টি-২০ ক্রমতালিকায় শীর্ষে সূর্য, সেরাদের মাঝে রিঙ্কুও

চব্বিশেই টি-২০ বিশ্বকাপ। তার আগে আত্মবিশ্বাস ফিরে পেল ভারত। আইসিসির বিচারে টি-২০ ফর্ম্যাটে সেরা ব্যাটার বিবেচিত হয়েছেন সূর্যকুমার যাদব। পিছিয়ে নেই ভারতের তারকা ফিনিশার রিঙ্কু সিংও। আইসিসি টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাঁর। ৪৬ ধাপ উঠে এসে তিনি পৌঁছেছেন ৫৯ তম স্থানে।

ঘরের মাঠে হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। প্রায় পুরো টুর্নামেন্টে দাপট দেখালেও শেষ রক্ষা হয়নি ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে সবরমতীর জলে মিলিয়ে গিয়েছে ভারতের বিশ্বকাপ স্বপ্ন। সেই আক্ষেপ মেটাতে এ বার জয়ের লক্ষ্যে নেমেছে ভারত। বিশ্বকাপ শেষ করেই অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে ভারত। সূর্যকুমারের নেতৃত্বে সেই সিরিজ জিতেছে ভারত। বর্তমানে তিন ফর্ম্যাটে সিরিজ জয়েল লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় দল। নতুন বছরে রয়েছে টি-২০ বিশ্বকাপ, তার আগে নীল জার্সিদের সামনে বড় পরীক্ষা। আর মহাযুদ্ধের আগে ভারতীয় তারকাদের মনোবল বাড়াচ্ছে আইসিসির সেরার তালিকা। সম্প্রতি আইসিসির টি-২০ ক্রমতালিকায় শীর্ষে পৌঁছেছেন ভারতের মিস্টার ৩৬০ ডিগ্রি।

পিছিয়ে নেই রিঙ্কুও। সেরার তালিকায় ঢুকে পড়েছেন তিনিও। আইসিসির ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিঙ্কুর। কয়েক ধাপ পেরিয়ে ৫৯ তম স্থানে উঠে এসেছেন তিনি। দেশের জার্সিতে নজর কাড়ছেন রিঙ্কু। এখনই যুবরাজ সিংয়ের উত্তরসূরী ভাবা হচ্ছে তাঁকে। দক্ষিণ আফ্রিকায় আরও চমক দেখানোর সুযোগ রয়েছে রিঙ্কুর সামনে। সেই লক্ষ্যেই অবিচল তিনি। প্রসঙ্গত, মঙ্গলবার প্রোটিয়াদের বিরুদ্ধে বিরাট ছক্কা হাঁকিয়ে প্রেস বক্সে ভাঙন ধরান ভারতের তরুণ ফিনিশার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 19 =