নয়াদিল্লি : রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের টানাপড়েন অব্যাহত। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শুনানি চলছে। শুক্রবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করতে হবে বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাই পাওয়ার সিলেকশন কমিটি। বিচারপতি জানিয়েছেন, বাংলায় ৩৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মধ্যে ১৯টি উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। সমস্যা তৈরি হয়েছিল বাকি পড়ে থাকা ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে। যার মধ্য়েই রয়েছে যাদবপুর, কলকাতা, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
এই ১৭টি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত উপাচার্যদের নাম নিয়ে সর্বপ্রথম সরব হন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে ১৯টি বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর পছন্দেই সায় দিলেও এই ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নামে আপত্তি জানান রাজ্যপাল। দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। শুক্রবার এই মামলার শুনানি পর্বে আরও খানিকটা জট কাটিয়ে ১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দু’টি বিশ্ববিদ্য়ালয়, যথাক্রমে রবীন্দ্রভারতী ও কোচবিহারের উপাচার্যের নাম চূড়ান্ত করে শীর্ষ আদালত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য হিসাবে বেছে নেওয়া হল সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে।

