নয়াদিল্লি : এসএসসি পরীক্ষার দিনক্ষণ পিছনো নিয়ে পরীক্ষার্থীর আবেদনে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। অর্থাৎ নির্দিষ্ট দিনেই হবে এসএসসি পরীক্ষা। সেপ্টেম্বরের ৭ ও ১৪ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা।
সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে। পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো জনৈক পরীক্ষার্থীর মামলা খারিজ করে দেওয়া হল। এমনকী তালিকায় ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের নাম নিয়ে যে মামলা হয়েছিল, তাও খারিজ করে দেওয়া হয়েছে।
শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর শীর্ষ আদালতের নির্দেশে সেপ্টেম্বরে নতুন করে পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলাফলের ভিত্তিতে নতুন প্যানেল তৈরি করে নিয়োগ করার দায়িত্ব স্কুল সার্ভিস কমিশনের। কিন্তু সেই পরীক্ষা নিয়েও মামলা হয়েছে সুপ্রিম কোর্টে।
টেন্টেড অর্থাৎ ‘দাগি’ চাকরিপ্রার্থীদের নামও পরীক্ষায় বসার যোগ্যদের তালিকায় রয়েছে, এই অভিযোগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুজাতা দাস নামে জনৈক চাকরিহারা শিক্ষিকা। তিনি দাগিদের পরীক্ষায় বসার সুযোগ না দেওয়া এবং পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন।

