নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চলতি অশান্তির জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তাই সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগ করে এই রাজ্যে কেন্দ্রীয় শাসন জারির একটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তাতে সায় দিল না সর্বোচ্চ আদালত।
এদিন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন আদালতের কাছে বাংলার মুর্শিদাবাদ সহ অন্যান্য জায়গায় অশান্তিতে মৃত্যু ও জখম এবং সম্পদহানির অভিযোগ তুলে রাজ্যে কেন্দ্রীয় শাসন জারির আর্জি জানান। জৈন তাঁর আবেদনে বলেন, আমি রাজ্যে ঘটা সাম্প্রতিক হিংসার দৃষ্টান্ত তুলে ধরতে চাই আদালতের কাছে।
বিচারপতি বিআর গাভাই এই আর্জিতে সায় না দিয়ে প্রশ্ন করেন, আপনি কি চান আমরা হুকুমনামা জারি করি? যেভাবে আমরা সংসদীয় এবং কার্যনির্বাহী ক্ষেত্রে হস্তক্ষেপ করছি বলে এমনিতেই অভিযুক্ত হচ্ছি।