ফের সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখর রায়ের

কলকাতা : সুপ্রিম কোর্টের শুনানির দিন ফের সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এবার মার্কিন বিচারপতিকে উদ্ধৃত করে তাঁর বক্তব্য, “‘উই ডিমান্ড জাস্টিস।”

আর জি কর নিয়ে প্রথম থেকেই সরব সাংসদ সুখেন্দুশেখর রায়। মেয়েদের রাতদখলের আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাতদখলে শামিল হওয়ার কথাও বলেছিলেন তিনি। তবে সিদ্ধান্ত বদল করে ১৪ তারিখ দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ধর্নায় বসেন তিনি।

সোমবার সকালে সুখেন্দুশেখরবাবু সামাজিক মাধ্যমে লিখলেন, “মার্কিন ফেডারেল কোর্টে ৫২ বছর বিচারপতি হিসাবে কাজ করা এবং একই সঙ্গে মানবাধিকারের দাবিতে সরব হওয়া এক বিচারপতি বলেছেন, গণতন্ত্র রক্ষা করতে হলে ন্যায়বিচারের সঙ্গে কোনওরকম আপস করা যাবে না।” এরপরই ফের তাঁর স্লোগান, “উই ডিমান্ড জাস্টিস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + sixteen =