বনগাঁর প্রাক্তন পুর প্রধানের গ্রেপ্তারিতে প্ৰতিক্রিয়া সুকান্ত মজুমদারের

এমনটা তো হওয়ারই ছিল, উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যর গ্রেপ্তারিতে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, যে সমস্ত দুর্নীতি হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা জড়িত। আরও অনেক গ্রেপ্তার হবে।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে ইডি। সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এরপর শুক্রবার রাতেই বনগাঁ থেকে শঙ্করকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন ইডি-র আধিকারিকেরা। গ্রেপ্তারের পর শঙ্কর বলেন, ‘‘আমি কেন্দ্রীয় সংস্থার তদন্তে সহযোগিতা করব।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 14 =