প্রচারে ব্যাট হাতে বিজেপিকে কুপোকাতের হুঁশিয়ারি সুজাতার

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: প্রাক্তন স্বামী-স্ত্রীর লোকসভা নির্বাচন লড়াইয়ে জমজমাট বিষ্ণুপুর। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদের নেতৃত্বে সমগ্র ইন্দাস বাজারে মিছিলের মধ্য দিয়ে ভোটপ্রচার করলেন। কখনও তাঁকে দেখা গেল বাজারের মাঝখানে দোকানের চপ ভাজতে। কখনও শিশুদের কোলে নিয়ে ইন্দাসবাসীর কাছে ভোট চাইছেন,আবার কখনও বা ফুটবলে শর্ট মেরে দাবি করলেন খেলা হবে। পাশাপাশি খুদেদের সঙ্গে খেললেন ক্রিকেট। এত কিছুর পর হাতে ব্যাট ঘুরিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিতেও দেখা যায় সুজাতা মণ্ডলকে। তিনি হাতে ব্যাট ঘুরিয়ে দাবি করেন, ‘এভাবেই বিজেপিকে বিদায় করব। যদি ওরা অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখায় জানবেন বাংলার ঘরে ঘরে মেয়েরা হাতে ব্যাট ধরবে, এইভাবে ব্যাট ঘুরিয়ে বিজেপি হবে কুপোকাত।’
এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডল তেলেভাজা প্রসঙ্গে জানান, তিনি তেলেভাজা করেছেন ইন্দাসবাসীর জন্য, কারণ ইন্দাসবাসীকে আরও চাঙ্গা হতে হবে। শিশুদের সঙ্গে ক্রিকেট খেলার পর তিনি জানান খেলা জমে গিয়েছে। তিনি বলেন, ‘বিষ্ণুপুরের যিনি বিজেপি সাংসদ তথা বিজেপি প্রার্থী তিনি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের যে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, বলছেন, চোখ উপড়ে নেবে, আমরা তো বসে থাকব না, মেয়েরা তৈরি আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, ব্যাটে বলে জবাব দেব।’
সমগ্র বিষয় নিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস দাবি করেন, সুজাতা মণ্ডল প্রচারে আসার জন্য মিডিয়ার সামনে নাটক করছেন। মানুষ ওকে ভোট দিয়ে জেতালে সমস্ত এমপি ল্যাডের টাকা লুঠে খাবেন। হুঁশিয়ারি বিজেপিকে দিতে হবে না, কারণ অস্ত্র নিয়ে তৃণমূল নেতারা ঘুরে বেড়ান, বিজেপি নেতারা নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 16 =