কলকাতা : ২০১৩ সালের আর্থিক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। বুধবার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম অভিনেতা দেবদূত ঘোষ। সামাজিক মাধ্যমে সারদাকাণ্ডে সাধারণ মানুষের আত্মহত্যার মতো সেই মর্মান্তিক ঘটনা উসকে প্রতিবাদের সুর চড়ালেন তিনি।
দেবদূত বড় হরফের লেখায় সাধারণের উদ্দেশে জানতে চেয়েছেন, ‘সারদা চিটফান্ড মামলায় কতজন এজেন্ট যেন আত্মহত্যা করেছিলেন??? মনে আছে?…..মূল চক্রী দুজন হাসতে হাসতে কোর্ট থেকে বেরচ্ছে দেখলাম… বেকসুর খালাস!”
পোস্ট করার চার ঘন্টা বাদে বুধবার বেলা আড়াইটায় ৫২টি প্রতিক্রিয়া এসেছে।
দীপক সর্বজ্ঞ লিখেছেন, “এরা দুইজন ছিল শিখণ্ডী, আসল মাথারা এখন নেতা, মন্ত্রী হয়ে সমাজের বুকে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আর সিপিএম পশ্চিমবঙ্গের ভোটে 5/6% হিন্দু বাঙ্গালী ভোট কেটে এদের ক্ষমতায় থাকতে সহযোগিতা করছে।” শুভেন্দু দত্ত লিখেছেন, “এদের বিরুদ্ধে ২৫০ টা কেস আছে, তার মধ্যে তিনটেতে জামিন পেয়েছে মাত্র। এখনই ছাড়া পাওয়ার কোন সম্ভাবনা নেই।”
প্রসঙ্গত, এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সুদীপ্ত ও দেবযানী দমদম জেলে। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ধারা (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ), ৪২০ ধারা (প্রতারণা)-এ অভিযুক্ত ছিলেন। তবে তিনটি মামলায় জামিন পেলেও জেলবন্দি থাকবেন সারদা কর্তা।

