শুধু বাংলা নয়, দেশের গর্ব দুর্গাপুজো, বললেন অমিত শাহ

কলকাতা: দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি চলেছে।তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর মন্তব্য এই স্বীকৃতি শুধু বাংলা নয় গোটা দেশের গর্ব। ভিক্টোরিয়া মেমোরিয়ালে শুক্রবার রাজ্যের দুর্গাপূজাকে ইউনেস্কোর দেওয়া স্বীকৃতি উদযাপনে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের দেশের সংস্কৃতি চিরন্তন।গোটা বিশ্ব এই সংস্কৃতির কদর করে। দেশে বৈচিত্রের মাঝে ঐক্য আমাদের ঐতিহ্য। দুর্গাপুজো নারীশক্তির পুজো নারীর প্রতি সম্মান। শাহ বলেন এক সময় আমাদের দেশের বিবিধতাকে উন্নতির পথে সব থেকে বড় বাধা মনে করা হত। কিন্তু ২০১৪ সালের পর মোদীজি গোটা বিশ্বে প্রমাণ করেছেন এই বিবিধতাই আমাদের শক্তি। এদিন শাহ বলেন, আমাদের দেশের বিবিধতাই আমাদের সম্পদ। আমি গুজরাত থেকে এসেছি। এখানে বাংলায় নৃত্য পরিবেশনা হল। কিন্তু তার শব্দ -ভাব ভঙ্গিমা কোনও কিছু বুঝতে আমার সমস্যা হয়নি। এক সময় মনে করা হত এই বিবিধতাই আমাদের উন্নয়নে বাধা। কিন্তু ২০১৪ সালের পর মোদীজি গোটা বিশ্বে প্রমাণ করেছেন বিবিধতাই আমাদের সম্পদ।তিনি জানান, স্বাধীনতার অমৃত মহোৎসবের অধীনে এই রকম অনুষ্ঠান গোটা দেশে আয়োজন করবে কেন্দ্রীয় সরকার।অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক,বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
রাজ্য সরকারের কোনও মন্ত্রী বা প্রতিনিধিকে দেখা যায়নি। যা নিয়ে বিতর্ক এখনও চলছে।এদিনের অনুষ্ঠানে নৃত্যের মাধ্যমে দুর্গার ৯টি রূপ ফুটিয়ে তোলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর গোষ্ঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 6 =